lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-08T12:24:28Z
বিপ্লব ও সংহতি

ভাংগায় শায়লার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Advertisement


 



ফরিদপুর প্রতিনিধি: 

জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শাহরিয়া ইসলাম শায়লার উদ্যোগে ফরিদপুরের ভাংগায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে ভাঙ্গা উপজেলা হাসপাতাল সংলগ্ন দক্ষিণ পাড় বাসস্টান্ড চত্বরে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শাহরিয়া ইসলাম শায়লার পক্ষে ভাংগা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. পলাশ মুন্সীর নেতৃত্বে এক সভা অনুষ্ঠিত হয়।


সভায় ভাংগা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. পলাশ মুন্সীর সভাপতিত্বে ভাঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান মুন্সির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিভেঞ্জ খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক স্বপন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সানজিদ ফেরদৌস নিশো, পৌর ছাত্রদলের আহবায়ক হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো. নজরুল ইসলাম, হামিরদী ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া মুন্সী, চান্দ্রা ইউপি যুবদলের সভাপতি মো. সালাউদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, আলগী ইউনিয়নের যুবদল নেতা বাচ্চু, ঘারুয়া ইউনিয়ন যুবদল নেতা সাগর, যুবদল নেতা সাইদুল মোল্লা প্রমুখ। এছাড়া সভায় ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


সভায় এক ভিডিও বার্তায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে শাহরিয়া ইসলাম শায়লা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তাঁর ঘোষণার মাধ্যমেই দেশের সকল শ্রেণিপেশার মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিলেন। 

তিনি আরো বলেন, দেশের মানুষ স্বৈরাচার খুনি হাসিনা থেকে মুক্তি পেতে চাচ্ছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে। আর এই আন্দোলন যখন কঠিন প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে যায়, ঠিক তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডনে থেকেও পরামর্শ ও নির্দেশনা দিয়ে আন্দোলনে সাহস জুগিয়েছেন। এখন দ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।