Advertisement
মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে সুবিধাভোগীদের মাঝে সল্প সুদে ঋনের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে চরপাকেরদহ ইউনিয়নের নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ৩ জন সদস্য ও বালিজুড়ী ইউনিয়ন নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর২ জন সুবিধাভোগী সদস্যের মাঝে এ চেক বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ,জামালপুর জেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান,মাদারগঞ্জ উপজেলাসমবায় কর্মকর্তা ( অতিঃ দাঃ) মোহাম্মদ হাবিবুল্লাহ,মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মুঞ্জুরুল ইসলাম মুছা,সাধারণ সম্পাদক মোস্তাক খান উপস্থিত ছিলেন।