lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-04T13:30:11Z
বিক্ষোভ মিছিল

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Advertisement


 

নিজস্ব প্রতিবেদক:

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাধারণ ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয় চৌমুহনা চত্ত¡রে সমাবেশ ও পরে শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতা। 

শিক্ষার্থী নাহিম আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মো. আজহারুল ইসলাম অনিক, মো. জাহেদ, মো. মুজাহিদুল ইসলাম, নাজমুল হোসেন, শেখ রিপন আলী ওয়ারিস, মহসিন সামি, কামাল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, ‘বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননা করে ভারত সীমালঙ্ঘন করেছে। ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছেন। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরপর যদি আর কোনও ষড়যন্ত্রের বীজ বপন করা হয়, তাহলে বাংলাদেশের ছাত্র-জনতা কঠোরভাবে তার জবাব দেবে। এদেশের মানুষ জীবন দিয়ে গত ৫ আগস্ট স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করে নতুন স্বাধীনতা লাভ করেছে। এ স্বাধীনতা রক্ষা করতে প্রয়োজনে ছাত্র-জনতা আবারও ময়দানে জীবন দিতে প্রস্তুত রয়েছে। এদেশের মুক্তিকামী ছাত্র-জনতা কোনভাবেই আর আওয়ামী ফ্যাসিবাদকে এদেশে ফিরে আসতে দেবে না।’

সমাবেশের পর বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা।