Advertisement
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির আয়োজনে ডোমারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১৩ই ডিসেম্বর সকালে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা এনটিভির প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ডোমার পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া সজীব, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, পৌর শ্রমিক দলের সভাপতি মেরাজুল হক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মজিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা মিলে মোট ২ শতাধিক অসহায় পুরুষ এবং মহিলা শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।