Advertisement
রেজাউল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টার : জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা ভূমিহীন সমন্বয়ে পরিষদের আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের সহযোগীতায় দুপুরে পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এই জনসমাবেশটি অনুষ্ঠিত হয়।
জেলা ভূমিহীন সমন্বয়ে পরিষদের সভাপ্রধান জালাল উদ্দিনের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সিডিএর উপ-পরিচালক আলীম আল রাজী, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ফাতেমা তু ছোগড়া, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, জয় মহন্ত অলক, নারী সমন্বয়ক সুজানা, পীরগঞ্জ উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান অভিনাশ চন্দ্র রায়, রাণীশংকৈল উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের তবারক আলী,জনসংগঠন ঐক্য পরিষদের নাজমা আক্তার, রমজান আলীসহ অন্যান্যরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় ঠাকুরগাঁও জেলা সহ সারা দেশের ভূমিদস্যু কর্তৃক দখলকৃত সরকারি খাস জমি উদ্ধারে বিশেষ অভিযানের পদক্ষেপ গ্রহণ করতে হবে, জনসাধারণের সমস্যা সমূহ দ্রুত সমাধানের প্রয়োজনীয় আইন প্রণয়ন ও মনিটরিংয়ের ব্যবস্থা নিতে হবে। নারী ও কন্যা শিশুর নিরবিচ্ছিন্ন নিরাপত্তার নিশ্চিতের স্থানীয় সরকার ভিত্তিক জননিরাপত্তা আইন পবর্তন করতে হবে, স্থানীয় সরকার ব্যবস্থাকে জনকেন্দ্রীক করতে সংস্কারের উদ্যোগ নিতে হবে। সেখানে বিভিন্ন সমস্যার ১৫ টি দাবি তুলে ধরা হয়।
পরে সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর দেয়া হয়।