lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-10T13:45:27Z
দিবস উদযাপন

সাঁথিয়ায় ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

Advertisement


 

তাইজুল ইসলাম, বিশেষ প্রতিবেদক: আমি অন্যায় করবোনা, আমি কাউকে অন্যায় করতে দেবোনা এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায়  ১০ ডিসেম্বর  বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার ( ১০ ডিসেম্বর)  ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী অপরাধ সংস্থার সভাপতি বরকত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. সাইদুর রহমান। 

এসময় আরো উপস্থিত ছিলেন  আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী অপরাধ সংস্থার সেক্রেটারি মো. মাসুদ রানা,সাংগঠনিক নবীর আলী, সহ সভাপতি জামাল উদ্দিনসহ অনেকে। 

এসময় বক্তারা বলেন, দেশের সব শ্রেণি ও পেশাজীবি মানুষের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশ ও মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে।