lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-24T05:01:03Z
অন্য খবর

পলাশবাড়ীতে পৌর নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করলেন মোঃ মনসুর আলম

Advertisement


 

আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে পৌর নির্বাহী কর্মকর্তা হিসাবে  ২২ ডিসেম্বর রবিবার যোগদান করেছেন মোঃ মনসুর আলম। পলাশবাড়ী পৌরসভায় যোগদান কালে পৌর প্রশাসক, পৌর কর্মকর্তা কর্মচারী, পৌরবাসী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করেন নব যোগদানকৃত পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মনসুর আলম। এসময় পৌর কর্মকর্তা ও কর্মচারিরা নবযোগদান কৃত পৌর নির্বাহী কর্মকর্তা মনসুর আলমকে ফুল দিয়ে বরণ করে নেন।


গত ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা-১ এর উপ সচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত পত্রে মোঃ মনসুর আলম কে পবনা জেলার ফরিদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হতে বদলি করে পলাশবাড়ী পৌরসভায় পৌর নির্বাহী কর্মকর্তা হিসাবে ২২ ডিসেম্বর যোগদানের নির্দেশ প্রদান করা হয়।


উল্লেখ্য,পলাশবাড়ী পৌরসভার কার্যক্রম অনুমোদনের পর প্রথম পৌর সচিব হিসাবে দায়িত্ব পালন করেন বর্তমান যোগদানকৃত পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মনসুর আলম।