lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-11T15:53:42Z
ব্রেকিং নিউজ

তীব্র শীতে গাইবান্ধায় জনজীবন বিপর্যস্ত

Advertisement


 


আশরাফুল ইসলাম, গাইবান্ধা :

তীব্র শীত আর ঘন কুয়াশায় গাইবান্ধার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুদিন হলো সূর্যের দেখা নেই জেলার চারিদিকে প্রচন্ড ঠান্ডার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের সংখ্যা। বুধবার দুপুর দিকে সূর্যের মুখ দেখা গেলেও তাতে কোনো উত্তাপ ছিল না এর কিছুক্ষণ পরে সূর্য ডুবে যায়। সন্ধ্যা আগেই কুয়াশা পড়া শুরু সকাল ১১ পর্যন্ত কুয়াশা চলমান থাকে। ঘন কুয়াশার কারণে ব্রহ্মপুত্র-যমুনাসহ অন্য নদ-নদীতে নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে।


সড়ক ও রেলপথে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে মোটর সাইকেল, অটোবাইক, ট্রেন ও অন্য যানবাহন। এদিকে, তীব্র ঠান্ডায় জমিতে কাজ করতে পারছেন না জেলার কৃষক ও শ্রমজীবি মানুষ।অব্যাহত ঘন কুয়াশা ও রোদ না থাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ক্ষেতের সরিষা ও বোরো ধানের চারা।হলুদ রং ধারণ করছে ধানের চারা এবং সরিষার ফুলের গাছগুলো রোগাকান্ত হয়ে পড়ছে।


অন্যদিকে প্রচন্ড শীতের কারণে ডায়রিয়া,  সর্দি-কাশি, নিউমোনিয়ানসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জেলার সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে রোগীদের সংখ্যা বাড়ছে। এছাড়া গরম কাপড়ের অভাবে শীত নিবারণে কষ্ট পাচ্ছেন ছিন্নমূল মানুষ। ফলে জেলা শহরের গাউন মার্কেটগুলোতে ও জেলার অন্যান্য উপজেলা গুলোর পুরাতন কাপড়ের বাজার গুলোতে শীতের কাপড় কেনার জন্য সকল শ্রেনীপেশার মানুষের ভীড় লক্ষ্য করা গেছে।