lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-20T04:07:11Z
মৃত্যুসড়ক দুর্ঘটনা

লালপুরে ট্রাকের ধাক্কায় চার্জার ভ্যান যাত্রীর মৃত্যু, একজন আহত

Advertisement


 

নাটোর জেলা প্রতিনিধিঃ 

২০ ডিসেম্বর শুক্রবার ভোর ৬টার দিকে নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া বাজারের পাশে  সড়ক দুর্ঘটনা ঘটেছে। সালামপুর থেকে লালপুরগামী একটি চার্জার ভ্যানকে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে ভ্যানযাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন।


ঘটনায় ভ্যানযাত্রী মো. ইসলাম (৫০), পিতা এমাজউদ্দিন, গ্রাম- লক্ষণবাড়িয়া, ঘটনাস্থলেই মৃত্যু হই। আরেক যাত্রী মো. আরিফ (২৪), পিতা রহমান, গ্রাম- ধরবিলা, গুরুতর আহত হন।


আহত আরিফকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।


পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা সম্পর্কিত তদন্ত শুরু করেছে। অজ্ঞাত ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।