lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-12T11:25:00Z
আইন ও আদালত

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

Advertisement


 

বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।


জানা যায়, বুধবার (১২ ডিসেম্বর) রাতে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের রোডপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।


ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আব্বাস হোসেন মন্টু মোল্লাকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে মামলা বা অভিযোগের বিষয়ে বিস্তারিত জানানো হবে।