lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-11T04:40:47Z
ব্রেকিং নিউজ

টেকনাফে বাহারছড়া বনবিভাগের সাথে সৃষ্ট সংঘাতে নিরাপরাদ ব্যক্তিগণকে মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

Advertisement


 

ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধি: 

কক্সবাজারের টেকনাফে উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের হাজামপাড়ার আদর্শ দাখিল মাদ্রাসা গৃহ নির্মাণ নিয়ে বনবিভাগের সাথে সৃষ্ট সংঘাতে নিরাপরাদ ব্যক্তিগণকে মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় টেকনাফের বাহারছড়া হাজমপাড়া এলাকার বাজারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার ফরিদ উল্লাহ, ও বাহারছড়া ইউনিয়নের জামায়াতে ইসলামী আমির মৌলভী মোস্তাক আহমেদ।


স্থানীয় মেম্বার ফরিদ উল্লাহ বলেন, বনবিভাগের লোকজন ও স্থানীয়দের মধ্যে একটি সংঘাত হয়েছে তা সঠিক ঐখানে উভয় পক্ষ আহত হয়েছে , তবে যে মামলাটি করা হয়েছে বনবিভাগের পক্ষ থেকে এখানে স্থানীয়রা বেশিরভাগ নারীহ, নিরাপদ,পংঙু ভারসাম্যহীন, ও যারা প্রবাসে ছিল তাদের পর্যন্ত আসামী করা হয়েছে, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক ও তদন্তে সাপেক্ষে নিরপরাধ লোকজন গুলোকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেয়া হোক।


বাহারছড়া জামায়াতে ইসলামী আমির মাওলানা মোস্তাক আহমেদ বলেন, কিছু কুচক্রী সার্থনিশি মহল এই মামলা কে নিয়ে বানিজ্য শুরু করেছে আমরা চাই অপরাধীদের শাস্তি হোক, কিন্তু নিরাপরাদী যারা ঘটনাস্থলে ছিল না তাদের জড়িয়ে মিথ্যা মামলা কতটুকু যৌক্তিক, আমি টেকনাফ উপজেলার সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাবো নিরাপরাদ ব্যক্তিগণকে মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।


ভিকটিম নিশান ও আব্দুল গফফার বলেন ঘটনার সময় আমরা ছিলাম আপনারা সঠিকভাবে যাচাই-বাছাই করে মামলা রুজু করেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এই মিথ্যা মামলা শিঘ্রই প্রত্যাহার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। 


ভিকটিমরা আরো বলেন, আমাদের এখানে যাদের অনেকের নামে মামলা হয়েছে কেউ পঙ্গু,কেউ প্রবাসী, কেউবা ভারসাম্যহীন পাগল, আবার অনেকে না থেকে ঢাকা চট্টগ্রাম থাকার পর ও মামলা খেতে হয়েছে অনি বিলম্বে বনবিভাগের করা এই মামলায় নিরাপারাদীদে বাদ দিয়ে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।