lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-10T09:59:40Z
মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মাদারগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

Advertisement



আকন্দ সোহাগ,মাদারগঞ্জ:

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের  নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে    জামালপুরের  মাদারগঞ্জে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গাবেরগ্রাম টু বালিজুড়ী সড়কে ঘন্টাব্যাপিএ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শামীম আহম্মেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল। কলেজ ছাত্রদলের সদস্য সচিব সুজন আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব,ফাহাদ হোসেন,পৌর ছাত্রদলের সদস্য সচিব আতিকুর রহমান আতিক,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুল,যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভ,যুগ্ন আহ্বায়ক মোঃ জান্নাতুল ইসলাম জনি ও কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আছাদুজ্জামান রাজ প্রমুখ। এসময় জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তুহিন প্রামাণিক,যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার শ্যামল,সহ সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন আহম্মেদ,সদস্য আব্দুর রউফ তালুকদারসহ উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।