Advertisement
নিজস্পাব প্রতিবেদক:
পাবনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্লোগান 'জয় বাংলা' মুছে দিল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে জেলা স্কুল জেলা প্রশাসক অফিস জেলা পরিষদ কোট চত্ত্বরে কালো কালি দিয়ে প্রত্যেকটি স্থানে জয় বাংলা স্লোগান মুছে দেওয়া হয়।
গতকাল গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান লিখে।
নিষিদ্ধ সংগঠনের স্লোগান মুছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক রেজওয়ানুল জান্নাত আকাশ ও পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন। এছাড়াও জেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান জানান, সিসিটিভি ফুটেজে বেশ কয়েকজনকে সনাক্ত করা হয়েছে। দ্রুত গ্রেফতার করতে শহরের বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।