Advertisement
ইসমাইল মাহমুদ:
দেশের শীতলতম স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দরিদ্র, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের কালিঘাট সড়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু। পৌর শহরের প্রতিটি ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন এলাকায় সাবেক পৌর মেয়র মো. মহসিন মিয়া মধুর ব্যক্তিগত উদ্যোগে তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে। এ সময় শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলরবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মহসিন মিয়া মধু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শ্রীমঙ্গলে কোন মানুষ যেন শীতে কষ্ট ভোগ করতে না হয় সে লক্ষ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে শ্রীমঙ্গল পৌরসভার প্রতিটি ওয়ার্ডসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। আজ থেকে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি। শীতবস্ত্রের অভাবে কষ্ট করছেন এমন কেউ শীতবস্ত্র প্রপ্তি থেকে বাদ পড়বে না। দেখে দেখে সবাইকে শীতবস্ত্র দেওয়া হবে।’