lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-10T13:35:05Z
মাদক

কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার : ৬ জন গ্রেফতার

Advertisement


 

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ সোমবার রাত আনুমানিক ৮:৩০ মিনিটে ২ টি বড় পিক আপে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা ও ৬টি মোবাইল ফোন জব্দ করেন।


 কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরির্দশক তরুণ কুমার রায় জানান গোপনতথ্যের ভিওিতে অভিযান চালিয়ে ধরলা ব্রীজ পশ্চিম পাড়ে টোল প্লাজার সামনে ২ টি বড় পিকআপে ৬ জন ব্যক্তিসহ ৭০ কেজি গাঁজা উদ্ধার করে।এসময় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানটি জনসম্মুখে চালিয়ে ৬ জন ব্যক্তি ও ৬ টি মোবাইল ফোন ও ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়।

 উদ্ধারকৃত গাঁজা পলিথিনের বস্তায় পেঁচিয়ে এর ভিতরে পাঁটের বস্তা মোড়কে ফুলবাড়ি উপজেলার কাশিপুর কলেজমোড়ে  পিকআপে লোড দিয়ে   টাঙ্গাইলের উদ্দেশ্য রওনা দেন। 

আসামিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা আব্দুস সাওারের পুএ ১)ইব্রাহীম খলিল (৪০)ও নাটোরের স্থায়ী বাসিন্দা ২)কাঁজু( ৪৫)  এবং টাঙ্গাইলের স্থায়ী বাসিন্দা ৩)মো:মেহেদী হাসান( ২০),৪)জয় (২০),৫)আলাউদ্দিন শিকদার( ২০),৬)হামিদুল শিকদার(২০)। 


রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  অতিরিক্ত পরিচালক আলী আসলাম এর সার্বিক নিদের্শনায় কুড়িগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরির্দশক তরুণ কুমার রায় অভিযানটি সফলভাবে  পরিচালনা করতে সক্ষম হয়েছেন।