lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-13T12:10:06Z
মৃত্যু

গোপালগঞ্জে ট্রান্সফরমার ‘চুরি করতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Advertisement


 

মাহমুদ হাসান মাসুদ,  গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল সিকদার (১৯) নামে যুবকের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত সোহেল টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা ৭ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন শিকদারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্পের পশ্চিম পাশে বৈদ্যুতিক পিলারে ট্রান্সমিটার চুরি করিতে গিয়েছিলেন সোহেল। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।


টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম জানান, রাতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে আসে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে এসে দুর্ঘটনার শিকার হয়ে এমন ঘটনা ঘটেছে।