lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-19T12:05:32Z
মানববন্ধন

হয়রানীমুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মাওলানা খালিদ গাজীর মুক্তির দাবীতে মানববন্ধন

Advertisement


 

বরগুনা প্রতিনিধি:

আমতলীতে ব্যবসায়ী  নিয়াজ মোর্শ্বেদ তনয়ের আত্মহত্যার প্ররোচনার হয়রানী মুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মাওলানা খালেদ গাজীর মুক্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ মানববন্ধন করা হয়। এ মানববন্ধনে কয়েকশত নারী—পুরুষ অংশ নেয়।  

জানাগেছে, ছয় বছর আগে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের গুরুদল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আলহাজ্ব নান্নু মোল্লার ছেলে নিয়াজ মোর্শ্বেদ তনয়ের সঙ্গে আরেক ব্যবসায়ী চাওড়া চলাভাঙ্গা গ্রামের বাসিন্দা ফারুক গাজীর মেয়ে ফারিয়া জান্নাতি মীমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী—স্ত্রীর মধ্যে দাপত্য কলহ চলে আসছিল। গত ২৪ সেপ্টেম্বর তনয় স্ত্রী মীমকে তালাক দেয়। তালাক নোটিশ পেয়ে ১৭ অক্টোবর মীম তার স্বামী নিয়াজ মোর্শ্বেদ তনয়ের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে যৌতুক মামলা দায়ের করেন। ওই মামলায় তনয় ১১ দিন জেল হাজতে ছিল। এ ঘটনায় তনয় গত ২৯ নভেম্বর ভোররাতে বিষপান করেন। গত ৩০ নভেম্বর ঢাকা শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় গত ৫ ডিসেম্বর আমতলী থানায় তনয়ের বড় বোন অ্যাডভোকেট তানিয়া আক্তার বাদী হয়ে তনয়ের সাবেক স্ত্রী ফারিয়া জান্নাতি মীমকে প্রধান আসামী করে ১২ জনের নামে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ওই রাতেই পুলিশ মীমের বড়ভাই আসামী মাওলানা খালিদ গাজীকে গ্রেপ্তার করেছে। এ হয়রানীমুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মাওলানা খালেদ গাজীকে মুক্তির দাবীতে বৃহস্পতিবার আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করা হয়েছে। হারুন মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী জাকির হাওলাদার , বদিউল আলম মুন্সি, মান্নান গাজী ও ছালাম মুন্সি প্রমুখ। মানববন্ধনে বক্তারা হয়রানীমুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মাওলানা খালিদ গাজীর মুক্তি দাবী জানান।