Advertisement
মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি রামগড়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ এ গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবি, আওয়ামীলীগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার নেতা কর্মীদের নিপিডনের ঘটনার যথাযথ বিচারের দাবিতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের মানববন্ধন।
মঙ্গলবার ১০ ডিসেম্বর দুপুরে রামগড় সরকারি কলেজে সামনে পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম রাজুর সঞ্চালনায় ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মোম নুরুল আলম আরিফ এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্যাহ ভূঁইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস।
এ সময় ব্যক্তব্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন অপকর্ম ও ছাত্রদলের উপর ছাত্রলীগের নির্যাতনের বর্ণনা তুলে ধরে। এছাড়া কলেজ প্রশাসন ও শিক্ষকগন ছাত্রদলের নেতা-কর্মিদের অসহযোগিতা করছেন বলে অভিযোগ করেন এবং ছাত্রদলের নেতাকর্মী ভাইদের সুন্দর ও স্বাভাবিক রাজনীতি করার সুযোগ তৈরী করে দিতে আহবান জানান। তারা বিগত ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে ছাত্রলীগের অপকর্মের বর্ণনা করে সবাইকে সতর্ক করে বলেন যে ছাত্রলীগ ও তাদের দোষররা এখনো উৎপেতে বসে আছে এবং দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদের আপা ভারত থেকে তাদের উস্কানি অব্যাহত রাখছেন, সাধারণ ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্যে তারা বলেন যে, সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। দেশ ও সমাজ বিরোধী কর্মকাণ্ডের বিষয়ে সচেতন হতে হবে। এবং যে কোনো বিষয়ে উপজেলা বিএনপি পরিবার ও ছাত্রদল আপনাদের পাশে আছে সব সময়।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ আল মামুন, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম অন্তর, রামগড় কলেজ ছাত্রদল নেতা আজিজুল হক রোমন।
এই সময় তারা জুলাই বিপ্লবে শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুহ-আহবায়ক শহীদ ওয়াশিম আকরাম, গুমের শিকার ও পরবর্তীতে খুন হওয়া চট্টগ্রাম দক্ষিন ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নুরুল আলম, আওয়ামী বর্বরতার শিকার রামগড় পৌর ছাত্রদল নেতা শাহ আলম, খুন শিকার হওয়া রামগড় কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ওমর ফারুক সহ বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে শহীদ ও সকল নেতা কর্মিদের উপর নির্যাতনের বিচার চেয়ে দ্রুত তাদের শাস্তির ব্যাবস্থা করার জন্য প্রশাসনের প্রতি অহবান জানায়।