lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-23T12:22:24Z
ক্রীড়া প্রতিযোগিতা

খাগড়াছড়ির রামগড়ে পুতুল ফাউন্ডেশনের বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Advertisement


 

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ 

খাগড়াছড়ির রামগড়ে সামাজিক সংগঠন পুতুল ফাউন্ডেশনের  বার্ষিক নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।    সোমবার অনুষ্ঠিত এ বক্তৃতা প্রতিযোগিতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুতুল ফাউন্ডেশনের অন্যতম সদস্য শিক্ষাবিদ রামেশ্বর শীল। সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন  খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আবদুল কাদের, রামগড় সরকারি কলেজের প্রভাষক শাহ জামান আহমেদ, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: হারুণ অর রশিদ,  রামগড় বালিকা উচ্চ  বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: বাহার উদ্দিন,, নাকাপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা রাণী রায়।



'দেশের উন্নয়নের পূর্ব শর্ত হলো সম্প্রীতি' এ বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয় ও নাকাপা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে  রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের নূর এ তাহির আরাবি, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের মো: তাসির মাহতাব খাঁন ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ইসরাত জাহান চৌধুরী সিফাত। প্রকিযোগিতায় বিচারক ছিলেন রামগড় সরকারি কলেজের প্রভাষক  শাহ জামান আহমেদ, উপজেলা পুষ্টি কর্মকর্তা সুইসাউ মারমা ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা হ্যাপী চাকমা।



আগামী ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটরিয়ামে পুতুল ফাউন্ডেশনের মোধাবৃৃত্তি, মেধা পুরস্কার ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।