lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-18T15:29:42Z
মৃত্যুসড়ক দুর্ঘটনা

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Advertisement


 


সজীব উদ্দীন ,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি 

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাফিজার রহমান (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল চারটার সময় দেবীগঞ্জ পৌর সদরের ডাকবাংলো সংলগ্ন এশিয়ান মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার।


নিহত হাফিজার রহমান পাশ্ববর্তী নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পশ্চিম দলিরাম গ্ৰামের রমজান আলীর ছেলে। তিনি পঞ্চগড়ে এসিআই কম্পানির প্লাস্টিক গ্ৰুপে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজার রহমান বুধবার বিকেলে মোটরসাইকেলযোগে পঞ্চগড় থেকে নীলফামারীর কিশোরগঞ্জে নিজ বাড়িতে যাচ্ছিলেন।

পথিমধ্যে দেবীগঞ্জ পৌর সদরের এশিয়ান মহাসড়ক সংলগ্ন সেনা চৌকির সামনে মাথায় হেলমেট না থাকায় সেনা সদস্যদের দেখে ভয়ে হাইড্রোলিক ব্রেক চাপেন হাফিজুর রহমান। এতে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে যান সড়কে। এসময় পিছন দিক থেকে আশা একটি দ্রুত গতির নছিমন তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। 


সেনা ক্যাম্পের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন। 


এদিকে সড়ক দূর্ঘটনার পর ঘাতক নছিমন এবং এর চালককে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।


সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, নছিমনের নিচে চাপা পড়ে হাফিজুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘাতক নছিমন এবং এর চালককে আটক করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।