lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-02T12:47:17Z
দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

Advertisement


 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: 

চাঁপাইনবাবগঞ্জ জেলায় পালিত হলো ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’ দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবস উদযাপনে আয়োজক সংগঠন চেতনা মানবিক উন্নয়ন সংস্থা ছাড়াও ৩টি বেসরকারি প্রতিষ্ঠান যথাক্রমে স্বনির্ভর আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা, সমতা নারী উন্নয়ন সংস্থা ও আহমদ নগর কমপ্লেক্স (আনক) অংশগ্রহণ করে। 

সোমবার (২ ডিসেম্বর) সকালে জেলা শহরের গাবতলা মোড়ে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালি শেষে চেতনা মানবিক উন্নয়ন সংস্থার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাফরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএসডিএফ এনজিও’র নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম বাবু ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির নবাগত পরিচালক মোঃ শহিদুল ইসলাম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বনির্ভর আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রহিম। 

আলোচকগণ বলেন দক্ষতা, সেবা ও সহায়তা কাঠামোর সাথে যোগাযোগ সৃষ্টির মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করণের ভিশন নিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ২০০৪ সালে প্রতিষ্ঠার পর প্রায় দুই দশক ধরে কাজ করে চলেছে। সহযোগী সংস্থাসমূহকে অনুদান প্রদান করে উদ্ভাবনীমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন লক্ষনীয় অবদান রাখছে।

দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএনএফ এর অনুদানে উপকারভোগীদের মাঝে আয়বর্ধকমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য গাভি পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন, ভ্যান বিতরণ, সেলাই মেশিন বিতরণ, পাপস তৈরী প্রশিক্ষণ, রাজমিস্ত্রি প্রশিক্ষণ, রড বাইন্ডিং প্রশিক্ষণ প্রভৃতি প্রদান করা হয়। এর মাধ্যমে বিভিন্ন দরিদ্র পারিবারগুলোর পারিবারিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া গ্রামে জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে দরিদ্র পরিবারসমূহে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন স্থাপন, নিরাপদ পানি সরবরাহে নলকূপ স্থাপন, গৃহনির্মাণ প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।