Advertisement
বাগেরহাট প্রতিনিধি:
কচুয়া উপজেলার বগা গ্রামে জমি সংক্রান্ত ও গাছ কর্তনের জের ধরে আপন দুই ভাই মধ্যে সংঘর্ষ হয়েছে।১৪ই ডিসেম্বর (শনিবার) সকালে এ ঘটনা ঘটেছে।
প্রত্যেক্ষ সুত্রে জানাযায়"দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত জের ধরে আপন ২ ভাই খালেক মল্লিক (৫০) ও তার বড় ভাই আজাহার মল্লিক(৬৫) মধ্যে বিরোধ হয়ে আসছিল,তারই জের ধরে শনিবার সকালে গাছ কর্তনের বিষয় নিয়ে ২ভাই এর মধ্যে এক পর্যায়ে বাক-বিতন্ডা সৃষ্টি হয় পরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।
পরে ২য় দফায় দুপুর ২টার খালেক মল্লিক(৫০) ও তার ছেলে শাহাদাত মল্লিক(২৫),ভাগ্নে মোঃ শিমুল(২২), চাচাতো ভাই বাবুল মল্লিক(৪৫),জামাতা রশিদ মল্লিক সহ ১৫ থেকে ২০ জন লোক নিয়ে তার বড় ভাই আজাহার মল্লিকের বাড়ি দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে বাড়ি ঘর ভাংচুর করে।পরে ঘর থেকে নগত ১লাখ ৫৫ হাজার টাকা ও স্বর্নলংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে হামলায় জখম হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে আজাহার মল্লিক (৬০),আজাহার মল্লিকের স্ত্রী জরিনা বেগম(৫৫),ভাইবৌ ওহিদা বেগম,ভাইপো ফাইজুল মল্লিক(৩০)।
এবিষয়ে কচুয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রাশেদুল আলম বলেন এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পায়নি পেলে যথাযথ ব্যাবস্থা নিবো বলে জানান।