lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-11T04:21:26Z
আইন ও আদালত

শিবচরের আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আতিকুর মাদবরকে বৈষম্য বিরোধী আন্দোল‌নে হত্যা মামলায় আটক

Advertisement


 


‌মীর ইমরান-মাদারীপুর প্রতি‌নি‌ধিঃ

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বাড্ডা, গুলশান ও বগুড়ায় সংগঠিত তিনটি হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মাদবরকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)।


মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে শিবচর উপজেলার কুতুবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


শিবচর থানা ও গোয়েন্দা পুলিশের সূত্র জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার গুলশান, বাড্ডা ও বগুড়ার শিবগঞ্জ থানায় সংগঠিত তিনটি হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানকে এজাহারভুক্ত আসামি করা হয়।

 এ ছাড়াও শিবচর থানায় গত ১৭ অক্টোবর দায়ের করা একটি মারামারির মামলায় আতিকুরকে প্রধান আসামি করা হয়।


গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে আতিকুল কুতুবপুর এলাকায় অবস্থান করছেন।  পরে মাদারীপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের পাশে একটি ঘর থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাদবরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।


উপজেলা আওয়ামী লীগের নেতাকে ডিবি পুলিশ কুতুবপুর থেকে গ্রেফতার করেছে। পরে থানার মাধ্যমে আদালতের পাঠানো হয়।


জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ শওকত জাহান বলেন, ‘এজাহারভুক্ত আসামি সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুর মাদবরের বিরুদ্ধে তিনটি হত্যা,মারামারিসহ কয়েকটি মামলা হয়েছে। তাকে গ্রেফতারের পর শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।