lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-12T11:27:36Z
শিক্ষা ও সাংস্কৃতি

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন

Advertisement


 

আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

গাইবান্ধার ঐতিহ্যবাহি সংগঠন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর ১১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার হতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।


এ কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী দিনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহরে আনন্দ শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনটির চত্বরে সপ্তাহব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম। 

র‌্যালিতে উপসি'ত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার সাদরুল আলম, সংগঠনের কার্যকরি সভাপতি শাহজাহান খান আবু, সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল, সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা। 


অন্যান্যদিনের কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ ডিসেম্বর স্পন্দন শিল্পীগোষ্ঠী ও অন্তরঙ্গ থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলেক্ষ উদীচী শিল্পীগোষ্ঠীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৫ ডিসেম্বর সুরবানী সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গানাসাস এর  শিল্পীবৃন্দের আলোচনা, পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৭ ডিসেম্বর চিন্তক সাংস্কৃতিক একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৮ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান, আলোচনা, গুণীজন সম্মাননা প্রদান ও নাটক।