lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-02T15:38:17Z
ব্রেকিং নিউজ

শিবচরে দুই গ্রুপের সংঘর্ষে আহত চার

Advertisement


 

মাদারীপুর প্রতিবেদক: 

মাদারীপুরের শিবচরে বহেরাতলা উত্তরের দুই গ্রুপের সংঘর্ষে  ঘটনা ঘটে এতে গুরুতর আহত চার জন।গত(২৯ নভেম্বর) রাত্রি ১০টার সময় দৈনিক বাজারে ওয়াজ শুনিয়া আফরিদুজ্জামান পরশ (১৬), মোঃ রোহান (১৬), মোঃ শামীম (১৬), মোঃ লিখন (১৬) বাড়ীতে চলে আসে।এর পর ঐ ওয়াজ মাহফিলে অন্য দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ঘটনা ঘটে এতে হাতাহাতি শুরু হয়।

এর সূত্র ধরে গত( ১ ডিসেম্বর) বাড়ী হইতে বহেরাতলা উত্তরে সেনেরবাট ভেন্নাতলা মাঠে ক্রিকেট খেলতে যাওয়ার জন্য রওনা হলে আফরিদুজ্জামান পরশ,মোঃ রোহান, মোঃ শামীম,মোঃ লিখনকে পথে  আটকিয়ে মারধোর করে  সাবিনা মেম্বর (৪৫), স্বামী-বাচ্চু খা, ২। বাচ্চু খা (৫৫), পিতা-মৃত হামেদ খা, ৩। চাচ্চু খাঁ (২০), ৪। সাব্বির খা (২৪), উভয় পিতা-বাচ্চু খা, ৫। শাহজাহান খা (৪৫), পিতা-অহেদ খা, সর্ব সাং-যাদুয়ারচর সত্তরখার কান্দি, ৪নং ওয়ার্ড, থানা-শিবচর, জেলা-মাদারীপুর বলে অভিযোগ উঠেছে ।

এ বিষয়ে আহত মিদুল মল্লিকের পিতা জানান দৈনিক বাজারে গত (২৯ নভেম্বর)ওয়াজ মাহফিলের মারামারি ঘটনা ঘটিলে  অভিযুক্তরা অহেতুক আমার ছেলে সহ তাহার সহপাঠীদের সন্দেহ করিয়া বিভিন্ন হুমকী প্রদান করে। আমার ছেলে ও তার সহপাঠীরা খেলতে গেলে তাদের কাছ থাকা মোট ৩৭০০, টাকা নিয়ে যায়। এবং আমার ছেলে ও তার সহপাঠীদের কাছে থাকা মোবাইল ছিনেয়ে নিয়ে যায়।

এর আগে বিবাদীরা বিভিন্ন সময় ও আমাদের ক্ষয়ক্ষতি সহ বিভিন্ন হুমকী দিয়া আসিতেছিল। আমার ছেলে মিদুল মল্লিকসহ চার সহপাঠীদের নিয়ে (১ নভেম্বর )বেলা অনুমান ১১:৩০ ঘটিকার সময় শিবচর থানাধীন বহেরাতলা উত্তর ইউনিয়নের দৈনিক বাজরের নিকট চৌরাস্তায় ভ্যান যোগে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিক ভাবে  অভিযুক্তরা বে-আইনী ভাবে অভিযুক্তদের হাতে ধারালো রানদা, লোহার শাবল, হকিষ্টীক, বাঁশের লাঠি, সহ দেশীয় অস্ত্রে-শস্ত্রে লজ্জিত হয়ে আমার ছেলে সহ তার বন্ধুদের উপর আক্রমণ করে।

অভিযুক্তরা আমার ছেলে মিদুল মল্লিকসহ তাহার সহপাঠীদের ভ্যানের গতি রোধ করিয়া ১নং বিবাদীর হুকুমে সকল বিবাদীরা মিদুলসহ আফরিদুজ্জামান পরশ, রোহান, শামীম, লিখনদের লোহার শাবল, হকিষ্টিক, বাঁশের লাঠি দিয়া এলোপাথারী পিটাইয়ে ও কিল ঘুষি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

এ ঘটনায় শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।