Advertisement
মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু অনুপস্থিত থাকায় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন ৬নং ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুর আলম।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রবিবার (১লা ডিসেম্বর) ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুর আলমকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়। এখন থেকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু ৫ই আগষ্টের পর থেকে পরিষদে অনুপস্থিত থাকায় আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যহত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৩, ১০১ ও ১০২ ধারা অনুযায়ী এবং স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা কর্তৃক জারীকৃত পরিপত্রের নির্দেশনা মোতাবেক অনুপস্থিত চেয়ারম্যানের কাজ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার জন্য প্যানেল চেয়ারম্যান-১, নুর আলমকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রসঙ্গতঃ বিগত ২০২২ইং সালের ৫ই জানুয়ারী অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং জোড়াবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাখাওয়াত হাবিব বাবু নির্বাচিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি নিয়মিত পরিষদে অনুপস্থিত থাকতেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।