Advertisement
কায়সার আহমেদ, চাটমোহর:
"অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার চাটমোহরে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫-ডিসেম্বর) সকাল ৯-টায় চাটমোহর পাইলট উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ও প্রধান বক্তা পাবনার প্রশিক্ষক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (ভারপ্রাপ্ত) উপপরিচালক মোঃ মাসুম মিয়া।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার সুপারভাইজার ও গণনাকারী ২৪৯ জন অংশ নেয়।