lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-16T09:58:46Z
বিজয় দিবস

নানা আয়োজনে ঝিনাইগাতীতে মহান বিজয় উদযাপন

Advertisement


 

মোঃ আরিফুল ইসলাম , শেরপুর জেলা  প্রতিনিধি : 

সারা দেশের ন্যয় শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনে বিজয়ের ৫৩বছর উপলক্ষে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়া, গীতা ও বাইবেল পাঠ করা হয়। 


পরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন সহ সালাম গ্রহন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন। 


পরে শান্তির প্রতীক সাদা কবুতর উড়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজামান আকন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এর সহধর্মিণী। 


অনুষ্ঠানমালার মধ্যে ছিলো বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ, বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন সহ নানা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 


এর আগে সূর্যদয়ের সাথে সাথে পরিষদ চত্তরে একত্রিশ বার তোপধ্বনি করার পরে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 


উক্ত বিজয় মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত মৃৎশিল্প, বাঁশ ও বেত শিল্প, নকশী কাঁথা শিল্প, চারু ও কারু শিল্প, হস্ত শিল্প, হাতের তৈরী পিঠাপুলীর স্টল বসে। 


 অনুষ্ঠানে উপজেলা বিএনপি'র আহবায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ, উপজেলা জামায়াতে আমির নুরুল ইসলাম, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সুধীমহলের লোকজন উপস্থিত ছিলেন।