Advertisement
আব্দুল হক, বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির পক্ষ থেকে শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটের সময় বিজয় দিবস উপলক্ষ্য পুস্পস্তবক অর্পণ করেন পাকুড়িয়া ইউনিয়নের অঙ্গ সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন পাকুড়িয়া ইউনিয়নের ভার প্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ অমল থান্দার, সাধারণ সম্পাদক ও ইউ পি সদস্য মোঃ আঃ কাদের মোল্লা, নিজামুল হক ইউ পি সদস্য, ছিয়ার উদ্দিন সাবেক ইউ পি সদস্য, লোকমান হোসেন ইউ পি সদস্য, জাহিদুল হক জুয়েল খান, মোঃ বাবর হোসেন বিশিষ্ট সমাজ সেবক ও ছাএনেতা, শিমুল শেখ বাঘা উপজেলা সাবেক সদস্য, সূকচাঁন আলী সাংগঠনিক সম্পাদক, রাকিব খান, সজল খান বিশিষ্ট সমাজ সেবক ও ঠিকাদার, ও অএ ইউনিয়নের নেএী বৃন্দ।