Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি;
কক্সবাজারের মহেশখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্লাহ।
উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য অফিসার সাইদুল ইসলাম, উপজেলা দক্ষিণ জামায়াতে আমির মাস্টার শামীম ইকবাল, মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ, ডাঃ ফিরোজ খান, মহেশখালী প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি আবুল বশর পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন.. উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফজলুল করিম, জামায়াতে নেতা আব্দুল খালেক, বিএনপির নেতা আক্তার হোসেন'সহ প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী আজকের এই দিনে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতে নৃশংস হত্যাকাণ্ডে মেতে উঠেছিল। সেই দিন হানাদান বাহিনীর হাতে মুক্তিযোদ্ধা শিক্ষক বিজ্ঞানী সাহিত্যিক সাংবাদিক চিকিৎসক প্রকৌশলী আইনজীবী ক্রীড়াবিদ চিত্রশিল্পী'সহ সরকারি কর্মকর্তাদেরকে হত্যা করে।
বক্তারা ৫ ই আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তান ও শহীদ বৃদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ লালন ও ধারণ করে স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।