Advertisement
আলমগীর হুসাইন অর্থ:
পাবনা'র বেড়া উপজেলার সিন্দুরী এলাকায় বিএসটিআই এর অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন ও প্যাকেটজাত করার অপরাধে মেরিনার্স ফুড এন্ড এগ্রো লিঃ-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম উপজেলার জাতসাখিনী ইউনিয়নের সিন্দুরী এলাকায় অবস্থিত মেরিনার্স ফুড এন্ড এগ্রো লিঃ এ অভিযান চালিয়ে বিপুল পরিমান পণ্য জব্দ করেন। বিএসটিআই এর অনুমোদন ছাড়াই এই পণ্য উৎপাদন ও প্যাকেটজাত করা হয়েছিল।পরে বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম মোবাইল কোর্টের পরিচালনা করে বিএসটিআই ২০১৮ এর ২৭ ধারা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৪১ ধারা মোতাবেক মোবাইল কোর্টে পরিচালনা করে প্রতিষ্ঠানের মালিক শামীম আহম্মেদকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় বিএসটিআই আঞ্চলিক অফিসের পরিদর্শক উৎপল কুমার উপস্থিত ছিলেন। এসময় অনুমোদনহীন পণ্য উৎপাদন না করা ও পন্য'র মান সম্পর্কে সতর্ক করা হয়।