lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-24T11:55:29Z
ধর্ম

পোরশায় সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

Advertisement


 

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ পোরশা উপজেলার ওলামায়ে কেরাম ও তাবলিগের সাথীদের উদ্যোগে সাদপন্থীদের মানুষ হত্যা ও সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গণপ্রতিবাদ  সমাবেশ।


আজ ২৪ ডিসেম্বর ২০২৪  মঙ্গলবার বাদ যোহর নওগাঁর পোরশা উপজেলার  উলামায়ে কেরাম, তাবলীগ সাথী ও সকল দ্বীনি মুসলিম ভায়েরা বিশ্ব ইজতেমার মাঠে জোবায়ের পন্থীদের উপর সাদপন্থীদের অতর্কিত হামলা ও হত্যার প্রতিবাদে  মিনা বাজার মার্কাজ মসজিদ থেকে সুতরইলের  মোড় পর্যন্ত এক বিশাল মিছিল বের করেন ও বিক্ষোভ করেন। মিছিলে বিভিন্ন উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান সহ তাবলীগের সাথীরা রংবেরঙ্গের ব্যানার নিয়ে যোগ দেন। গত ১৮-১২- ২৪ইং বিশ্ব ইজতেমার মাঠ গাজীপুরস্থ  টঙ্গীতে ঘুমন্ত, এবাদত বন্দেগীতে রত থাকা তাবলীগ ভাইদের উপর মাঠ দখলকে কেন্দ্র করে রাতের অন্ধকারে সাত পন্থীরা  হত্যার পরিকল্পনায় দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করেন। এতে চারজন সাথী শহীদ হয  ও শতাধিক আহত হয়  বলে অভিযোগ করেন বক্তারা। মিছিলে জনতারা বলেন হটাও সাদ বাঁচাও ঈমান, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, ফাঁসি চাই ফাঁসি চাই খুনিদের ফাঁসি চাই ও সাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।

মিছিলটি সুতরইলের মোড় সহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন ও সরকারের কাছে নিম্নলিখিত দাবিগুলো পেশ করেন ১। রাতের অন্ধকারে শুরায়ী নেজামের তাবলিগের নিরীহ সাথীদের উপর অতর্কিত হামলাকারী সাদপন্থীদের অবিলম্বে গ্রেপ্তা করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।২। পোরশা উপজেলাধীন গাঙ্গুরিয়াস্থ সাদপন্থীদের মারকাযের সকল কার্যক্রম বন্ধ করতে হবে।৩। পোরশা উপজেলার সকল মসজিদে সাদপন্থীদের  কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।৪। সন্ত্রাসী সংগঠন হওয়ায় সাদপন্থীদের নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। 

 মাও: আরিফুর রহমান ও মাও: রঈসুদ্দিন মুহতামিম এর সঞ্চালনায় কেরাত পাঠ করেন,মোহা: শুয়াইব আহমাদ, ছাত্র, মাদরাসা দারুন নাঈম, পোরশা। 

পরে বক্তব্য রাখেন  পোরশা জামিয়া আল আরাবিয়া দারুল উলুম হেদায়া মাদ্রাসার মাও: আব্দুল্লাহ  শাহ, মুহতামিম,মুফতি হারুনুর রশিদ শাহ,মুফতি মোস্তাফিজুর রহমান কাসেমী, মাওলানা আনওয়ার মুহাদ্দিস, মাও: ফজলুল হক মুহাদ্দিস, ও মাও: আবুল কাসেম শাহ, শিক্ষক, মুহাদ্দিস, দারুন নাঈম মাদ্রাসার, মাও: তরিকুল ইসলাম শাহ ও মুহাদ্দিস,মাও: ফজলুল হক শাহ ,মুফতি ফিরোজ আহমাদ শাহ, শাইখুল হাদীস, সান্তাহার মাদরাসা, বগুড়া,মুফতি শরিফুল ইসলাম, মুহতামিম, তিলনাচক মাদরাসা, সাপাহার,মাও: মুজাহিদ শাহ, পোরশা মারকাজ জামে মসজিদ,মাও: মোবারক, শিক্ষক, আমদা মাদরাসা,মাওঃ আঃ বাতেন, খতিব, বড় মসজিদ নিতপুর,মাও: আব্দুল্লাহ, শিক্ষক, আমদা মাদরাসা,মাও: আহমাদুল্লাহ, মুহতামিম, নোনাহার মাদরাসা,মাও: গোলাম রাব্বানী, মুহতামিম, শিতলী মাদরাসা, নিতপুর,মাও: সেলিম রেজা, বাশিদেবপুর, নিয়ামতপুর।

শেষে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া  করেন  মুহতামিম মাওলানা আব্দুল্লাহ শাহ,। পরে দাবী গুলো সরকারী ভাবে কার্যকর করতে কয়েকশো মোটরসাইকেলের শোভা যাত্রায় পোরশা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।