Advertisement
মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ "নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি"এই স্লোগানকে সামনে রেখে নীলফামারী ডোমারে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ইং উদযাপন করা হয়েছে।
সোমবার (৯ই ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নুরুন্নাহার শাহজাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরননবী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, সুধীজন ও সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ।