lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-17T15:26:38Z
আইন ও আদালত

গাইবান্ধায় পৃথক ২ টি বালুমহাল ঘোষাণা করে প্রজ্ঞাপন ও ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ

Advertisement


 

আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

গাইবান্ধা জেলার সদর উপজেলার কামারজানি মৌজা  ১৯০.১২ একর ও সুন্দরগঞ্জ উপজেলার চর চোরতাবাড়ী মৌজায় ১৮.৩০০০ একর এলাকা নিয়ে পৃথক দুটি বালু মহাল ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করেছে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এর আগে গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসনের কার্যালয়ের রাজস্ব শাখা স্মারক নং - ৩১.৫৫.৩২০০.০৩১.১৮.০০০.২০.১০৬৫/১ পত্রে এ প্রজ্ঞাপন জারি করা হয়। একই দিন অন্য আরেকটি স্মারক পত্রে উক্ত বালু মহাল ইজারা প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। এ বিজ্ঞপ্তিতে গাইবান্ধা জেলার বালুমহালসমূহে ইজারা গ্রহনে আগ্রহী ইজারাদারগণকে আগামী ১৫ জানুয়ারী তারিখের মধ্যে আবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়েছে। 


১৭ ডিসেম্বর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। 


এদিকে জেলার বালু'র চাহিদা পূরুনে ও অবৈধ ভাবে যেখানে সেখানে বালু উত্তোলন বন্ধের লক্ষে বালু মহাল ঘোষনা করায় স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে জেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।