lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-09T15:51:17Z
ব্রেকিং নিউজ

বিসিক বিজয় মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Advertisement


 

আব্দুল কাইয়ুম তমাল:

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পাবনা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে দশ দিনব্যাপী বিসিক বিজয় মেলা এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মেলাটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে বলে জানা যায়।


সোমবার ৯ ডিসেম্বর বিকেল সাড়ে চারটা থেকে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পাবনা মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহম্মেদ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেন।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক উপব্যবস্থাপক মোহাম্মদ আরিফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন বিসিক কেন্দ্রিয় শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রাজা।


এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিক জেলা কার্যালয় প্রশাসনিক কর্মকর্তা ওয়ায়েস কুরুনী সম্প্রসারণ কর্মকর্তা নবুওয়াত হোসেন সহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।



ক্ষুদ্র ব্যবসায়ী তথা ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পন্যের পসরা নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন মোট পঞ্চাশ টি স্টলের এই মেলা বিভিন্ন বয়সের অসংখ্য দর্শক শ্রোতা ও ক্রেতার উপস্থিতি দেখা যায়।