lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-05T09:08:14Z
আইন ও অপরাধ

ঝিনাইগাতীতে পনে এক কোটি টাকার ভারতীয় শাড়ী সহ গ্রেফতার-১

Advertisement


 


মোঃ আরিফুল ইসলাম , শেরপুর জেলা  প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে  পিকআপ বোঝাই পৌণে এক কোটি টাকার ১১৮৯পিস ভারতীয় শাড়ী সহ লিমন সিমসাং(৩৫) নামে এক চোরাচালানকারীকে গ্রেফতার  করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ (বিজিবি)। 

বুধবার (৪ডিসেম্বর) বিকেলে সীমান্তবর্তী  ঝিনাইগাতী উপজেলার ছোট গজনীর ১১০০/৪এস এর পিলারের নিকট থেকে এসব পণ্য সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিমন সিমসাং ছোট গজনী এলাকার মৃত অনীল মারাকের ছেলে।  


বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার বিকেলে গোপনে সংবাদ পেয়ে তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আবুল কালাম আজাদ ও  টহল কমান্ডার হাবিলদার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় টহল দল নিয়ে অভিযান চালিয়ে ছোট গজনী এলাকা থেকে অবৈধ পথে আনা পিকআপ বোঝাই ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১১৮৯ পিস শাড়ী সহ একটি পিকআপ সহ লিমন সিমসাংকে আটক করে। উদ্ধারকৃত শাড়ীর আনুমানিক বাজার মূল্যে পৌণে এক কোটি টাকা। 


ময়মনসিংহ ব্যাটালিয়নের পরিচালক  লে. কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, জব্দকৃত মালামাল ও পিকআপসহ আসামীকে বুধবার রাতেই ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।