lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-16T13:32:06Z
বিজয় দিবস

পাবিপ্রবিতে মহান বিজয় দিবসে বিজয় র‍্যালি ও স্বাধীনতা চত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

Advertisement


 

আল আমিন হোসেন, পাবিপ্রবি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার (১৬ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক র‌্যালি বের করা হয়। 


র‌্যালি শেষে স্বাধীনতা চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ডিনবৃন্দ এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। ডিনদের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী। 


শ্রদ্ধাঞ্জলি শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সকলকে বিজয়ের শুভেচ্ছা প্রদান করেন। তিনি বলেন, “বিজয় শুধু আনন্দের বিষয় নয়, এটি শপথেরও ব্যাপার। আমাদের যার যার দায়িত্ব সঠিকভাবে পালনে শপথ গ্রহণ করতে হবে। সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে হবে। আগামী বছর বিজয়ের এই দিনে আমরা বিশ্ববিদ্যালয়ের আরও ইতিবাচক পরিবর্তন দেখব বলে প্রত্যাশা করেন।”


আরও শ্রদ্ধা জ্ঞাপন করে ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগ, দপ্তর, হলসমূহ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক। আরও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইসিই বিভাগের সহকারী অধ্যাপক ফাতিন ইশরাক।