Advertisement
স্টাফ রিপোর্টারঃ
পাবনার ঈশ্বরদীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রেজাউল করিম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া চর ধাপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় তাকে আটক করা হয়।
আটককৃত রেজাউল করিম, সাঁড়া ইউনিয়ন'র মাজদিয়া স্কুলপাড়া এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে।
ঈশ্বরদী থানার উপপুলিশ পরিদর্শক মো: আব্দুল বারী জানান, রেজাউল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর ফাঁকি দিয়ে ঈশ্বরদীসহ আশেপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করতো। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী মাজদিয়া এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দেহ তল্লাশি করলে ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।