lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-17T15:33:36Z
আইন ও অপরাধ

চিলাহাটির গোসাঁইগঞ্জ বন বিভাগে গাছ রোপনকালে দুর্বৃত্তদের হামলা, কর্মকর্তাসহ আহত -৬

Advertisement


 


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের আওতাধীন গোসাইগঞ্জের বন বিটের গাছ রোপনকালে দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছে বন বিভাগের কর্মকর্তাসহ ৬ জন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাগানে বিভিন্ন জাতের গাছ রোপন কালে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। 


এই ঘটনায় আহতদের দেখতে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ। এসময় তিনি হাসপাতালে আহতদের খোঁজ খবর নেন।

দূর্বৃত্তদের হামলার শিকার রেঞ্জ কর্মকর্তাসহ মোট ছয়জন এদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই গুরুতর আহত হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ঘটনায় আহতরা হলেন,রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই (৫৭), গোসাইগঞ্জের বিট কর্মকর্তা রেজাউল করিম (৩৭),বাগান মালি আবদুল আলীম (৫০), ওয়াচার আজিজুল ইসলাম (৫৩), শ্রমিক জুয়েল রানা(৩৫), সোহেল রানা (৩২)। 


এবিষয়ে উপজেলা রেঞ্জ কর্মকর্তা আবুল হাই জানান, ১৯৯৮ইং থেকে ২০১৮ ইং পর্যন্ত ১শত ৪০ হেক্টর জমিতে কৃষি বন ও ব্লক বাগানে গাছ রোপন করা হয়। ২৬/১০/২০২৪ ইং তারিখ থেকে ০৬/১১/২০২৪ ইং এর মধ্যে দুর্বৃত্তরা বাগানের প্রায় দেড় কোটি টাকার মূল্যের ছয় হাজার গাছ চুরি করে নিয়ে যায়। এ নিয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই বাগানে আবারও গাছ রোপনকালে আনারুলের নেতৃত্বে প্রায় ২৫০/৩০০ জনের মতো দুর্বত্তরা এসে হামলা চালায়।


এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ হাসপাতালে আহতদের খোঁজ খবর নেওয়ার সময় বলেন, দুর্বৃত্তদেরকে আইনের আয়তায় আনা হবে। 


এ ব্যাপারে জমির মালিকানা দাবী করে গোসাইগঞ্জের সোবহান আলীর পুত্র তৌফি (৪৫) বলেন, ৪০,৬২ রের্কড ও দলীলমুলে আমরা জমির মালিক। আমরাই ২০০৭ সালে গাছও রোপন করেছি। 


উল্লেখ্য যে, ১৯৯৮ সাল থেকে ২০১৮ ইং পর্যন্ত ১৪০ হেক্টর জমিতে কৃষি বন ও ব্লক বাগানে গাছ রোপন করা হয়। ২৬/১০/২০২৪ ইং থেকে ০৬/১১/২০২৪ ইং এর মধ্যে দুর্বৃত্তরা বাগানের প্রায় দেড় কোটি টাকার মূল্যের প্রায় ছয় হাজার গাছ চুরি করে নিয়ে যায় । এ ঘটনায় ডোমার থানায় একটি ২৫ জন নামীয় আসামী সহ অঞ্জাত ১২০/১৫০ জন কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ০৪। তারিখ ০৭।১১।২০২৪ ইং।