lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-16T13:22:40Z
বিজয় দিবস

গোবিন্দগঞ্জে মহান বিজয় দিবস পালিত

Advertisement


 


আশরাফুল ইসলাম, গাইবান্ধা::

গাইবান্ধা গোবিন্দগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। 


এ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম। বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর ইসলাম, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসেন সরকার, নায়েবে আমীর আব্দুল বারী, সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, পৌর জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।