lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-17T15:25:06Z
আইন ও অপরাধ

নিজের সন্তানকে হত্যার চেষ্টা, বাবা আটক

Advertisement


 


গঙ্গাচড়া, রংপুর প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় পারিবারিক কলহের জেরে নিজের ১১ মাস বয়সী সন্তানকে হত্যার চেষ্টা করেছেন এক পিতা। এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সজিব মিয়া (২৫), দক্ষিণ কোলকোন্দ এলাকার বাসিন্দা। ভুক্তভোগী মা হামিদা বেগমের অভিযোগ, সজিব মিয়া দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ঘটনার দিন ১৬ ডিসেম্বর সন্ধ্যায়, সজিব মিয়া তার শিশুকে হত্যার উদ্দেশ্যে স্ত্রীর কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে মারধর করেন এবং শিশুটিকে মাটিতে আছাড় দেন। এতে শিশুটির মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।


এ ঘটনায় মা ও সন্তান গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।


স্থানীয়রা সজিব মিয়াকে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশের কাছে সোপর্দ করে। গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ জানান, "ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে।"


এদিকে, এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।