lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-16T13:18:29Z
শীতবস্ত্র বিতরণ

শ্রীমঙ্গলে কৃষক দলের উদ্যোগে ৬ শত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Advertisement


 

ইসমাইল মাহমুদ :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের আয়োজনে ৬ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে শ্যামলী আবাসিক এলাকায় উপজেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ মোস্তাকিন আলীর উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. সেলিম মিয়া, শ্রীমঙ্গল পৌরসভাল সাবেক কাউন্সিলর আলকাছ মিয়া, সাবেক কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, উপজেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ মোস্তাকিন আলী,  সদস্য সচিব মো. তাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন, ‘দরিদ্র ও শীতার্ত মানুষদের শীতের কষ্ট লাঘবে সবার মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। কোন দুস্থ মানুষকে শীতবস্ত্রের অভাবে কষ্ট ভোগ করতে হবে না। আমি উপজেলার অসহায়, দুস্থ  শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে তাদের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘শ্রীমঙ্গলে কাউকে যেন শীতে কষ্ট করতে না হয় তা নিশ্চিত করা হবে। আজ ছয় শত অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আমার ব্যক্তিগত উদ্যোগে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রীমঙ্গল পৌরসভা এলাকার ৯টি ওয়ার্ডে সকল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।’