Advertisement
সজীব উদ্দীন,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ তুরাব হোসেন, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ সোয়েল রানা, যুদ্ধকালীন কম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে ভুঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী আব্দুল হালিম, পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সরকার,পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর, বীর মুক্তিযোদ্ধা এ.কে ভুঁইয়ার নেতৃত্বে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়। ডিসেম্বরের শুরুর দিক থেকেই দেবীগঞ্জ উপজেলাকে মুক্ত করার জন্য মুক্তিযোদ্ধারা কৌশলগত প্রস্তুতি নিতে শুরু করেন। করতোয়া নদীর পশ্চিম পাড়, ভাজনী এবং গোপাল বৈরাগী ঘাট এলাকায় পাকবাহিনীকে তিন দিক থেকে ঘিরে রাখেন তাঁরা। যুদ্ধ শুরুর সাত মাস পর, ৯ ডিসেম্বর ভোর ৬টা থেকে সম্মুখ যুদ্ধ শুরু হয়। মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে পাকবাহিনী পিছু হটে এবং ডোমার হয়ে সৈয়দপুরের দিকে পালিয়ে যায়। সেদিন বিকেল ৪টায় দেবীগঞ্জ আনসার ক্লাবের সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেবীগঞ্জকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়। বীর মুক্তিযোদ্ধা ও দেবীগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শফিউল আলম প্রধান জাতীয় পতাকা উত্তোলন করেন।