lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-21T10:04:50Z
ধর্ম

বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান অনুষ্ঠান

Advertisement


 

মাহমুদুর রহমান (তুরান),ফরিদপুর) প্রতিনিধিঃ 

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড আতাদী মধ্যপাড়া বায়তুন নুর জামে মসজিদ মাদ্রাসা ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। 


গতকাল শুক্রবার রাত ০৭ টায় মাওলানা মোহাম্মদ ইসরাফিলের সঞ্চালনায় ও মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ এর সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা।

আরো উপস্থিত ছিলেন প্রধান মেহমান বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আমজাদ হোসাইন,বিশেষ অতিথি,বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার মাওলানা মিজানুর রহমান ফরিদী,প্রতিষ্ঠাতা মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসা ভাঙ্গা উপজেলার হাফেজ ক্বারী মাহবুবুর রহমান। 


ভাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ডে আতাদী এর প্রায় পাঁচ শতাধিক আলেম-ওলামা সহ সাধারণ জনগণ প্রধান অতিথির হাতে ফুল দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।

এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির,নুর ইসলাম মাতুব্বর,মাষ্টার হাবিবুর রহমান,ইমারত হোসেন,আমজাদ হোসেন,মাওলানা আব্দুল কাইয়ূম,মাওলানা ফজলুল হক,হাফেজ ওয়ালী উল্লাহ,মাওলানা আমজাদ খান,ভাঙ্গা উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের 


যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমি আজ আপনাদের সাথে পরিচয় হতে এসেছি।আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হকের মনোনীত রিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছি।আপনারা আমাকে দোয়া করবেন।আপনাদের ভোটের মূল্যায়ন,আপনাদের মূল্যায়ন যেন আমি সঠিক ভাবে পালন করতে পারি সেজন্য আল্লাহ আমাকে তৌফিক দান করেন।আমি কারো সমালোচনা করবো না আমি আপনাদের কাছে রিক্সা মার্কায় ভোট চাই।আবার আপনাদের সাথে দেখা হবে,আপনাদের সুস্থতা কামনা করছি।