lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-02T15:36:09Z
শিক্ষা

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সভা অনুষ্ঠিত, ময়ূন নতুন সাধারণ সম্পাদক

Advertisement


 

ইসমাইল মাহমুদ:

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সভায় নতুন আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূূন। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে জেলা প্রশাসক ও লাইব্র্রেরির আহবায়ক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী মজিবুর রহমান মুজিব, জেলা পরিষদের প্রধান নির্বাহী শাহীন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. উমেদ আলী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান রুহেল, সিনিয়র সাংবাদিক রুহুল আমিন, হুমায়ুূন রশিদ, অ্যাডভোকেট আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ আহমদ চৌধুরী প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, লাইব্রেরির আজীবন সদস্য হতে হলে ৯০ দিনের মধ্যে ৭ হাজার টাকা ফি পরিশোধ, সাধারণ সদস্যদের জন্য ৫০০ টাকা ফি ও বার্ষিক চাঁদা ৩০০ টাকা পরিশোধ করতে হবে। তবে শিক্ষার্থীদের জন্য চাঁদা সম্পূর্ণ ফ্র্রি।