Advertisement
আলমগীর হুসাইন অর্থ:
আমিনপুরে ০৬ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় অতিদ্রুত সময়ে ধর্ষক কে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।ঘটনাটি ঘটেছে পাবনা জেলার আমিনপুর থানাধীন ধলাইপাড়া গ্রামে। ধর্ষক আব্দুর রশিদ ধলাই (৫৩) একই গ্রামের বাসিন্দা।
জানা যায়, ভুক্তভোগী শিশু গত ০৮ ডিসেম্বর (রবিবার) বিকেলে বাড়ির পাশে খেলছিল। সে সময় ধর্ষক ধলাই তাকে ডেকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।পরবর্তীতে এঘটনা কাউকে না বলার শর্তে চকলেট খাওয়ার জন্য ২০ টাকা প্রদান করে। ভুক্তভোগী শিশু অতিদ্রুত বিষয়টি তার পরিবার কে জানালে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে অতিদ্রুত সময়ের মধ্যে ধর্ষক ধলাই কে গ্রেফতার করে আমিনপুর থানা পুলিশ।
এ ঘটনায় ধর্ষক আব্দুর রশিদ ধলাই কে আসামী করে আমিনপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর মা।
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামি কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।