Advertisement
মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি:
শেখ হাসিনা সরকার ভারতের তাবেদার সরকার ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ রেজাবুদ্দৌলা চৌধুরী।
বৃহস্পতিবার রাতে জামালপুরের মাদারগঞ্জে এক ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রেজাবুদ্দৌলা চৌধুরী আরো বলেন,শেখ হাসিনা সরকার ভারতের তাবেদারি করে এ আমাদের মূল্যবোধ,বিশ্বাস ও আকিদাকে ধ্বংস করেছে। সবার আগে আমাদের এই বাংলাদেশ,তাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের সব সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রুপালী ব্যাংক জামালপুরের ইসলামপুর শাখার ব্যবস্থাপক মোঃ মাসুদ রানার সভাপতিত্বে এতে ধর্মীয় বয়ান পেশ করেন হাফেজ মাওলানা মোঃ শামসুল হক শাহীন ও হযরত মাওলানা মোঃ মমতাজ উদ্দিন।