Advertisement
সজীব উদ্দীন,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা এবং সরকারি যানবাহন ভাঙচুরের মামলায় যুবলীগ সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিঠুকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) বিকাল তিনটায় দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা পারঘাটা এলাকায় অবস্থিত রাজু আহমেদ মিঠুর নিজ বাড়ি থেকে তাকে গ্ৰেপ্তার করে পুলিশ।
রাজু আহমেদ মিঠু দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা এলাকার জলীল হাওলাদারের ছেলে। তিনি দেবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা বলেন,” নির্বাচনী সহিংসতার মামলায় রাজু আহমেদ মিঠুকে গ্ৰেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।”
উল্লেখ্য, গত ২১ মে সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল দিতে দেড়ি হওয়ায় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায় চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা। এতে আহত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিবসহ ছয়জন। এছাড়া নির্বাচনের কাজে ব্যবহৃত তিনটি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এঘটনায় ঐ কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।