lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-11T04:28:10Z
আইন ও আদালত

সখীপুরে পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ছাত্রদলকর্মীর থানায় মামলা

Advertisement


 

খাঁন আহমেদ হৃদয় পাশা,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ চলাকালে সংঘর্ষে ছাত্রদলকর্মী আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

৯ডিসেম্বর (সোমবার) উপজেলার তালত্বলা চত্বরে সমাবেশে দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ছাত্রদলকর্মী নাঈম শিকদার বাদী হয়ে থানায় এ মামলা করেন।


উল্লেখ্য,সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির সভাপতির বক্তব্যের প্রায় শেষ ভাগে পোস্ট অফিসের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের একটি মিছিল তালত্বলা চত্বরে আসার পথে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। 

এতে নাঈম শিকদার গুরুতর আহত হলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এদিকে ভুক্তভোগীর দাবি,তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়েছে। 

এ ঘটনায় সখীপুর থানায় এজাহারভুক্ত মামলায় ৩১ জনসহ অজ্ঞাত আসামি করা হয়েছে।


এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে দ্রুত আসামি গ্রেপ্তারের চেষ্টা করা হবে।