lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-21T10:06:57Z
ব্রেকিং নিউজ

তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: ময়ূন

Advertisement


 

ইসমাইল মাহমুদ:

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন বলেনছেন, ‘তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতির হাত থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি ছেড়ে তরুণ প্রজন্মকে খেলাধুলায় ফিরে আসতে হবে। এ বিষয়ে তরুণ সমাজের জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।’ তিনি শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার ধৌপাশা মাঠে সানলাইট ক্লাব (মাইজপাড়া শাহবন্দর) আয়োজিত নাইট কাবাডি টূর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

ময়ূন আরও বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে খেলাধুলার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক নির্মূলে সমাজের সচেতন মানুষকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা চাই দেশের তরুণ প্রজন্ম সুস্থ বিনোদনের মাধ্যমে খেলাধুলায় সময় দেবে। আমরা চাই শুধু যুবসমাজ নয়, সব বয়সি মানুষ স্ব-স্ব পেশা বা কর্মের সঙ্গে খেলাধুলা ও শরীর চর্চায় মনোনিবেশ করবে। যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় সাপোর্ট প্রদানে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। আমাদের যুব সমাজ মাঠে খেলবে, মাঠ দাপিয়ে বেড়াবে এবং সেখান থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হবে। যুব সমাজকে যথাযথভাবে গড়ে তুলতে হলে সমাজ থেকে মাদককে নির্মূল করতে হবে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে।’

সানলাইট ক্লাবের সভাপতি আব্দুল গফফার জনির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ ও সানলাইট ক্লাবের উপ-প্রধান পৃষ্টপোষক সাইদুজ্জামান জয়নাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সানলাইট ক্লাবের সদস্য আব্দুল বাছিত, সৈয়দ  আমীর আলী, মারুফ আহমদ, অলিউর রহমান খোকন, আশিক আহমদ প্রমুখ।